Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসক

 


এক ক্লিকে সম্পূর্ণ  নীলফামারী  জেলাকে  পৃথিবীর  সকলের  কাছে  উন্মুক্ত  করার  ব্যাপারে এই  ওয়ের  পোর্টাল  একটি অনন্য আয়োজন।

আপনারা সবাই জানেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদনের ক্ষেত্রে জেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সকল আয়োজনের কেন্দ্রবিন্দু হচ্ছে জেলা প্রশাসক। জেলা প্রশাসকগণ মূলত সরকারের প্রতিনিধি হিসাবে স্ব স্ব জেলায় প্রশাসনিক, উন্নয়নমূলক এবং অন্যান্য বিবিধ কর্মকান্ড প্রশাসনের অন্যান্য কর্মকর্তার মাধ্যমে করে থাকে। প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাগণ মূলতঃ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সর্বদা সচেষ্ট থাকে।

যেহেতু জেলা প্রশাসনের সমস্ত কর্মকান্ড সাধারণ জনগণকে ঘিরে, তাই প্রশাসনের খুঁটিনাটি সমস্ত বিষয় (যেমন সেকশনসমূহের সেবাদান পদ্ধতি, আইন সংক্রান্ত বিধান, রাজস্ব আদায় এবং বিতরণ, ত্রান ব্যবস্থাপনা এবং অন্যান্য সরকারী আদেশ) জানার অধিকার সর্বসাধারণের রয়েছে। উল্লিখিত বিষয়সমূহ জনসাধারণকে ওয়াকিবহাল করার ক্ষেত্রে এই ওয়েব পোর্টাল সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

“বি” ক্যাটাগরীর জেলা নীলফামারী একটি মঙ্গা প্রবণ এলাকা বলে পরিচিত ছিল। জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণের কারণে এই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এমন কিছু উদ্যোগের মধ্যে রয়েছে ভিজিডি/ভিজিএফ কার্ড প্রদান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, ১০০ দিনের কর্মসূচি, কাবিখা/ কাবিটা প্রকল্প ইত্যাদি। বর্তমানে নীলফামারী জেলার সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে । নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য বিরাট অর্জন এবং অনুপ্রেরণার উৎস।

বর্তমানে আমি আমার অফিসারদের নিয়ে জেলার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকি। যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেসী, ভূমি রাজস্ব এবং ভূমি ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি বন্দোবস্তকরণ, ভূমি অধিগ্রহণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, বিভিন্ন সরকারী দিবস উদযাপন, শিক্ষা সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন পরীক্ষার আইন-শৃংখলা রক্ষা, স্বাস্থ্য এবং স্যানিটেশন কার্যক্রম, ট্রেজারী কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সর্বোপরি জেলার সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধন ।

বাংলাদেশের ৬৪টি জেলাকে ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণের কাছে উন্মুক্ত করে আমার বিশ্বাস, আমরা এই ব্যাপারে অনেকদূর এগিয়েছি । ডিজিটাল বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টার সাথে নিজেকে অর্ন্তভূক্ত করতে পেরে আমি গর্বিত।

আপনাদের যে কোন ধরনের সমস্যা এবং পরামর্শের জন্য যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলের সহযোগিতা এবং পরামর্শ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সকলকে ধন্যবাদ।