শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজ জলঢাকা উপজেলায় কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সার্বক্ষনিক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন। এ সময় জলঢাকার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুরের নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
একই উদ্দেশ্য এ কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আজাহারুল ইসলাম ডোমার উপজেলার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগ সৈয়দপুর উপজেলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান ডিমলা উপজেলা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক রাসেল কিশোরগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে উপজেলা নির্বাহী অফিসারগণসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনায়, জেলা প্রশাসকের তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ পূজামন্ডপগুলোতে তাদের পরিদর্শন অব্যাহত রাখবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তৎপর থাকবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS