Title
চতুর্থ দিনেও দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় অবিচল জেলা প্রশাসন
Details
শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনেও আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তাঁর সহধর্মিণী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজসহ সপরিবারে সদর উপজেলার দুইটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ কার্যালয়ের সকল অতিরিক্ত জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রোস্টার পদ্ধতিতে সকল উপজেলাস্থ পূজামন্ডপ পরিদর্শন অব্যাহত রেখেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডগণও পূজার নিরাপত্তায় তৎপর রয়েছেন।