নীলফামারীতে এবারে শারদীয় দুর্গোৎসবের সেরা তিন পুজামন্ডপকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সৈয়দপুরের কামারপুকুর এলাকার রানু এ্যাগ্রোকে প্রথম, ডোমারের ছোট রাউতা চাকধা পাড়াকে দ্বিতীয় ও জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি পুজামন্ডপকে তৃতীয় হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মাননা স্মারক ছাড়াও একটি করে সনদ পত্র প্রদান করা হয় মন্ডপ প্রতিনিধির হাতে।
আগামীতে উপজেলা পর্যায়েও এমন উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS