Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা ও কল্যাণ শাখা, নীলফামারী
Details

জেলা প্রশাসকের কার্যালয়,(২য় তলা,কক্ষ নং-২১৩),নীলফামারী
ফোনঃ ০৫৫১-৬১৮৪১
ইমেইল: acedunilphamari@mopa.gov.bd


Citizen Service
  • উন্নয়ন তহবিলে অর্থ বরাদ্দ সাপেক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান।
  • জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)/অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)/অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও উন্নয়ন)/অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সরকারপ্রদত্ত বেতন বিল প্রতিস্বাক্ষরকরণ।
  • শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ, পাবলিক পরীক্ষারকেন্দ্র, পরীক্ষার তারিখ ও সময়সূচি, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন।আদিবাসীদেরপ্রকল্প প্রস্তাব প্রস্ত্ততকরণসহ অন্যান্য কাজে সহযোগিতা প্রদানকরা হয়।

Current Project

-----


Duties

              বিষয়

                                                গৃহীত কার্যক্রম

বিভিন্ন পাবলিক পরীক্ষা।

সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আনয়ন এবং পরীক্ষা  শুরুর পূর্বে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা আহবান করা।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ১৪৪ ধারা জারিকরণ। পরীক্ষা চলাকালীন সময়ে  শাখায় কন্ট্রোল রুম চালু করা ও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ।

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত।

প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কমিটি গঠন/নির্বাচন পরিচালনার অনুমতি/প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যাপারে নথি উপস্থাপন ও অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিতকরন।

জেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ।

সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আনয়ন।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ১৪৪ ধারা জারিকরণ ও ফলাফল প্রকাশ।

শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ সংক্রান্ত ।

শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ ও তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ব্যাবস্থা গ্রহনের  জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের বেতন বিল পাস।

যেসকল প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক মর্যাদার কোন কর্মকর্তা সে সকল প্রতিষ্ঠানের বিল প্রাপ্তির পর তা সংশ্লিষ্ট ফাইলে উপস্থাপন করে উর্দ্ধতন কর্মকর্তার প্রতিস্বাক্ষর ও চেক অনুমোদনের মাধ্যমে বিল প্রদান।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য একাডেমিক স্বীকৃতি।

একাডেমিক স্বীকৃতি লাভের জন্য প্রাপ্ত কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ।

নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সঙ্ক্রান্ত কার্যক্রম।

 

আদিবাসীদেরপ্রকল্প প্রস্তাব প্রস্ত্ততকরণসহ অন্যান্য কাজে সহযোগিতা প্রদান করা হয়।মন্ত্রনালয়ের নির্দেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সঙ্ক্রান্ত তথ্য প্রেরণ, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক উন্নয়নে লক্ষে বিশেষ এলাকা (আদিবাসীদের) উন্নয়ন থেকে  বরাদ্দপ্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ দেয়া।

রেড ক্রিসেন্ট/স্কাউট/গার্লস গাইড সংক্রান্ত কার্যক্রম

পত্রের নির্দেশনা অনুযায়ী  কার্যক্রম । যেমন- ক্যাম্পিং সংক্রান্ত ।

জেলা প্রশাসক সম্মেলন ও বিভাগীয় সম্মেলন।

চাহিত তথ্য সংগ্রহকরণ ও জেলা প্রশাসকের গোপনীয় শাখা ও সাধারণ শাখায় প্রেরণ।

পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন।

প্রাপ্ত আবেদন যাচাই করে  চেয়ারম্যান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এর অনুমোদনের জন্য প্রেরন ।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন।

পরিদর্শন প্রতিবেদন সংরক্ষণ ও সাধারন শাখায় প্রেরণ।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প।

প্রাপ্ত তথ্য সংগ্রহ ও ১ম ও ২য় পক্ষের প্রতিবেদন জেলা প্রশাসকের গোপনীয় শাখায় ও বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবরে প্রেরণ।

উপানুষ্ঠানিক শিক্ষা।

স্কুল হতে ঝড়ে পড়া শিশু ও বয়স্কদের  নিয়ে  শিক্ষা কার্যক্রম।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন।

শিল্পকলা একাডেমী।

উপজেলা কমিটির অনুমোদনের জন্য নথি উপস্থাপন।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা। শিল্পকলা একাডেমীর কর্মচারীদের মাসিক বিল অনুমোদন।দুঃস্থ শিল্পীদের ভাতা বিতরন।

শিশু একাডেমী।

প্রতিভা বিকাশ বিষয়ক বিভিন্ন প্রতি্যোগিতা তত্ত্বাবধায়ন। জাতীয় ও আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উদযাপনে শিশু একাডেমীকে সহায়তা করা।

অন্যান্য।

কল্যাণ সম্পর্কিত যাবতীয় কার্যক্রম।যাবতীয় ট্রাস্ট সংক্রান্ত কার্যক্রম।মহিলা ও শিশু কল্যাণ/নারী পুনর্বাসন/যুব কল্যাণ/জনকল্যাণ/ধর্ম সংক্রান্ত কার্যক্রম।সার্বিক সাক্ষরতা আন্দোলন।সার্বজনীন প্রাথমিক শিক্ষা।সুগার সেচ ও রাস্তা উন্নয়ন।


Contact
জেলা প্রশাসকের কার্যালয়,(২য় তলা,কক্ষ নং-২১৩),নীলফামারীফোনঃ ০৫৫১-৬১৮৪১ ইমেইল: acedunilphamari@mopa.gov.bd
Others

0


Image
www.nilphamari.gov.bd/dcoffice_section/7c30fcea_1902_11e7_9461_286ed488c766/Sikkha sec..jpg
Acting Officer