Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী
বিস্তারিত

নীলফামারী  জেলার  সৈয়দপুর  উপজেলায়  রংপুর  বিভাগের  একমাত্র সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। মোট আয়তন১৩৬.৫৯ একর।২৪ এপ্রিল, ১৯৭৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২১ জুলাই, ১৯৭৯ সালে উদ্বোধন হয় । রানওয়ের  দৈর্ঘ্য ৬০০০ ফুট  । বাংলাদেশ বিমান ১৯৭৯ সাল থেকে এই বিমানবন্দরে চলাচল শুরু করেএবং পরবর্তিতে ২০০৭ সালে বন্ধ হয়। বেসরকারী ইউনাইটেড এয়ারওয়েজ জানুয়ারী ৩১, ২০০৯ থেকে চলাচলশুরু করে এবং সেপ্টেম্বর ৩০,২০০৯ বন্ধ করে। পরবর্তিতে ইউনাইটেড এয়ারওয়েজ  জুন ২৩, ২০১৩ তারিখ হতে তাদের কার্যক্রম পুনরায় শুরু করে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ সপ্তাহে ৭দিন তাদের ফ্লাইট চলাচল অব্যাহত রেখেছে।প্রতি রবিবার ঢাকা-রাজশাহী- সৈয়দপুর-ঢাকা এবং সোমবার-শনিবার ঢাকা-সৈয়দপুর-ঢাকা পথে চলাচল করছে। রবিবার ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ০৭:১৫ টা এবং সৈয়দপুর ছাড়ার সময় সকাল ০৯:৩৫ টা। সোমবার-শনিবার ঢাকা ছাড়ার সময় সকাল ০৭:১৫ টা এবং সৈয়দপুর ছাড়ার সময় সকাল ০৮:৩৫ টা।  মোট আসন ৬৪টি। ভাড়া William Class-৮,১৭৫/-, United Class-৭,১৭৫/-, Sugar Class-৬,১৭৫/-। সৈয়দপুর বিমানবন্দর থেকে আকাশ পথে ভ্রমণের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  ০২ অক্টোবর  ২০১৪ থেকে ইউ এস-বাংলা নামে আরো একটি বেসরকারী বিমান এই পথে চলাচল শুরু করেছে।  সপ্তাহে ৪ দিন চলবে।  শনি,রবি, মঙ্গল, বৃহস্পতিবার  ঢাকা থেকে সকাল ৯.৫৫ টা, সৈয়দপুর থেকে   ১১.১৫ টায় ছাড়বে ।  মোট আসন ৭৬ টি।  ভাড়া  Business  ৯,৫০০/-,  Economy  ৩,৫০০/- থেকে  ৯,০০০/-টাকা । বিমান বন্দর থেকে যাত্রীদের   গন্তব্যে পৌঁছানো  ও আনার  জন্য এয়ারলাইন্সের  নিজস্ব  ০২টি পরিবহন  আছে।