রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৮২১-বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান,যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে অবস্থিত। এ জেলার পূর্বে রংপুর ও লালমনির হাট, দক্ষিণে রংপুর ও দিনাজপুর,পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা । কৃষি নির্ভর এ জেলার ৯০% সহজ সরল মানুষ কোন না কোন ভাবে কৃষির উপর নির্ভরশীল। নীলফামারীর দীগন্ত বিস্তৃত সমতল ভূমিতে প্রতি বছর প্রচুর পরিমাণে ধান, গম, আলু, তামাক এবং আরও বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। এ জেলায় শিল্পী হরলাল রায়, মহেশ চন্দ্র রায়, রথীন্দ্র নাথ রায় -এর মত গুণীজনের জম্ম। এ জেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প সেচ ও সম্পুরক সেচ সুবিধা দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে। জেলার উত্তর পূর্বদিক দিয়ে বহমান তিস্তা নদী জেলার দু’টি উপজেলার (ডিমলা-জলঢাকা) জন্য এখনও অভিশাপ হিসেবে বিদ্যমান। বৃহত্তর রংপুর দিনাজপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ জেলার সৈয়দপুর এর ক্ষুদ্র শিল্প গোটা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। উত্তরা ইপিজেড এলাকার কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। নীলসাগর নামীয় বিশাল দিঘী এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র। সম্প্রতি চালুকৃত নীলসাগর আন্তঃনগর এক্মপ্রেস ও চিলাহাটী এক্সপ্রেস ট্রেন যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ।
০১ |
আয়তন |
১৬৪৩.৪০ বর্গ কিলোমিটার |
০২ |
ভৌগলিক অবস্থান |
২৫০৪৪/ হতে ২৬০১৯/ উত্তর অক্ষাংশ এবং ৮৮০৪৬/ |
০৩ |
লোকসংখ্যা
|
২০,৯২,৫৬৮ জন। (২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী) পুরুষ : ১০,৪১,৮০২ জন মহিলা : ১০,৫০,৭১২ জন হিজড়া : ৫৪ জন |
০৪. |
জনসংখ্যার ঘনত্ব |
প্রতি বর্গ কিলোমিটারে ১২৭৪ জন |
০৫. |
পেশা |
কৃষক ৪৫.২৮%, কৃষি শ্রমিক ২৭.৮১%, দিনমজুর ০৩.৪২%, ব্যবসায়ী ০৮.৬৫%, চাকুরীজীবি ০৬.০৭%, অন্যান্য ০৮.৭৭%
|
০৬. |
ধর্ম |
মুসলিম ৮৪.২৯%, হিন্দু ১৫.৬৬%, খ্রীষ্টান ০.০৫%, বৌদ্ধ ০.০২%, অন্যান্য ০.০০৪%
|
০৭. |
জাতীয় সংসদে আসন সংখ্যা |
০৪ টি |
০৮. |
উপজেলা |
০৬ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা,জলঢাকা, কিশোরগঞ্জ)
|
০৯. |
পৌরসভা |
০৪ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, জলঢাকা) |
১০. |
ইউনিয়ন |
৬০ টি |
১১. |
মৌজা |
৩৭০ টি |
১২. |
গ্রাম |
৩৭৮ টি |
১৩. |
ভারতের সাথে সীমান্তের দৈর্ঘ্য |
৫০.৯০ কিলোমিটার |
১৪. |
বি.ও.পি.’র সংখ্যা |
১১ টি |
১৫. |
মোট জমির পরিমাণ |
১,৫৮,৫৭৭.৭৭ হেক্টর |
১৬. |
মোট আবাদি জমির পরিমাণ |
১,২৬,১৩৩ হেক্টর |
১৭. |
সেচকৃত জমির পরিমাণ |
১,১৪,০০০ হেক্টর |
১৮. |
মোট বনভূমির পরিমান |
১৩৪৬.১৫ একর |
১৯. |
মোট জলাভূমির পরিমান |
১১০৯.০৩ একর |
২০. |
শহরাঞ্চলের আয়তন |
৯৬.৫৬১ বর্গ কিলোমিটার (নীলফামারী-২৪.৫০ বর্গ কি:মি:, জলঢাকা-২৮.২২ বর্গ কি:মি, ডোমার-৯.৪২১ বর্গ কি:মি:, সৈয়দপুর-৩৪.৪২ বর্গ কি:মি) |
২১. |
খাদ্য উদ্বৃত্ত |
২,৮৫,৯০৬ মে. টন |
২২. |
হাসপাতালের সংখ্যা |
০৯ টি |
২৩. |
ডায়াবেটিক ক্লিনিক |
০২ টি |
২৪. |
মা ও শিশু কল্যাণ কেন্দ্র |
০২ টি |
২৫. |
পরিবার কল্যাণ কেন্দ্র |
৫৫ টি |
২৬. |
প্রাথমিক বিদ্যালয় |
৯৪০টি।(সরকারি৪৭২টি,বেসরকারি ৪৩৯টি, কমিউনিটি ২৯টি
|
২৭. |
মাধ্যমিক বিদ্যালয় |
২৯৫ টি। (সরকারি ০৫ টি, বেসরকারি ১৯২টি, নিম্নমাধ্যমিক ৯৮ টি)
|
২৮. |
মহাবিদ্যালয় |
৪৫ টি। (সরকারি ০৪ টি, বেসরকারি ৪১টি ) |
২৯. |
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
১৯ টি (সরকারি ২টি, বেসরকারি ১৭টি ) |
৩০. |
পি.টি.আই. |
০১ টি |
৩১. |
মাদ্রাসা |
১৬৪ টি।(কামিল মাদ্রাসা-০১টি, ফাজিল মাদ্রাসা১৪, আলিম মাদ্রাসা২৪টি দাখিল মাদ্রাসা ১১৫টি
|
৩২. |
শিক্ষার হার |
৬৯.২৩% (২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী) |
৩৩. |
পাকা রাস্তা |
৪৭০ কিলোমিটার |
৩৪. |
কাঁচা রাস্তা |
৩,৫৯২ কিলোমিটার |
৩৫. |
রেলস্টেশন |
০৯ টি। |
৩৬. |
রেলপথ |
৬৩ কিলোমিটার |
৩৭. |
রেলওয়ে কারখানা |
০১ টি |
৩৮. |
বিমান বন্দর |
০১ টি |
৩৯. |
পাবলিক লাইব্রেরি |
০৬ টি |
৪০. |
ধর্মীয় উপাসনালয় |
মসজিদ২৫১৪ টি, মন্দির ৩৭১ টি, গীর্জা ০২ টি |
৪১. |
রেজিস্টার্ড এন.জি.ও. |
২৮ টি |
৪২. |
এতিমখানা |
০৮ টি |
৪৩. |
ফায়ার সার্ভিস |
০৩ টি |
৪৪. |
কোল্ড স্টোরেজ |
০৬টি |
৪৫. |
খাদ্য গুদাম |
৩৪ টি(এল.এস.ডি.৭) |
৪৬. |
হাট-বাজার |
৯৮ টি |
৪৭. |
ডাকঘর |
১০৭ টি |
৪৮. |
সেনানিবাস |
০১ টি |
৪৯. |
জেলার দর্শনীয় স্থান |
নীলসাগর, হরিশচন্দ্রের পাঠ, ধর্মপালের গড়, কুন্দপুকুর মাজার, ময়নামতির দূর্গ, ভীমের মায়ের চুলা ইত্যাদি
|
৫০. |
ইউনিয়ন ভূমি অফিস |
৬০টি |
৫১. |
পৌর ভূমি অফিস |
০৩ টি |
৫২. |
প্রধান নদ-নদী |
তিস্তা, বুড়িতিস্তা, বুড়িখোড়া,চাড়ালকাটা, দেওনাই,বামনডাংগা |
৫৩. |
তিস্তা প্রকল্পের খালের দৈর্ঘ্য |
১০০৪ কিলোমিটার |
৫৪. |
আশ্রয়ন প্রকল্প |
০৭ টি |
৫৫. |
আদর্শ গ্রাম |
৪২ টি |
৫৬. |
আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত পরিবার |
১০৯০ টি |
৫৭. |
রেড ক্রিসেন্ট |
০১ টি |
৫৮. |
শিল্পকলা একাডেমী |
০১ টি |
৫৯. |
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি |
০১ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস