এটুআই প্রোগ্রামের আওতায় ইনোভেশন উদ্যোগে নীলফামারী জেলায় পৌর এলাকার ভিপি ও এপি (সম্পত্তি) লীজ নবায়ন/নাম পরিবর্তন সহজীকরন প্রক্রিয়ায় লীজ নবায়ন সংক্রান্ত নোটিশ/এসএমএস দ্বারা অবহিত করে নির্ধারিত ফরমে লীজ নবায়ন/নাম পরিবর্তনের আবেদন ইউনিয়ন/পৌর ডিজিটাল সেন্টার অথবা সরাসরি জেলা প্রশাসক কার্যালয়ে গ্রহন করে চলতি নথি (৩ বছর পর্যন্ত) নবায়নের ক্ষেত্রে নির্ধারিত লীজমানি পরিশোধ সাপেক্ষে সাথে সাথেই ডি সি আর প্রদান করে লীজ নবায়ন করা হচ্ছে ।
নাম পরিবর্তন/দীর্ঘ মেয়াদী লীজ (৩ বছরের উর্দ্ধে) নবায়ন তদন্ত করে ১০ দিনের মধ্যেই নাম পরিবর্তন সহ লীজ নবায়ন করা হচ্ছে । এতে লীজ গ্রহীতার যাতায়াত ও হয়রানী অনেকাংশে কমে এসেছে এবং লীজমানি আদায় বৃদ্ধি পাচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস