ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নকলের আবেদন গ্রহণের উদ্যোগ নিয়েছে নীলফামারী জেলা প্রশাসন । এ লক্ষ্যে ইতোমধ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নকলের আবেদন গ্রহণ করা হচ্ছে । কিশোরগঞ্জ উপজেলার ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে কিশোরগঞ্জ উপজেলার নাগরিকগণ নকলের জন্য আবেদন করছেন । এর ফলে কিশোরগঞ্জ উপজেলার নাগরিকগণ জেলা প্রশাসকের কার্যালয়ে না এসে নিকটবর্তী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন করতে পারছেন ।এতে নাগরিকদের সময় এবং যাতায়াত খরচ দুটোই সাশ্রয় হচ্ছে ।নকল সরবরাহের ক্ষেত্রেও নাগরিকগণ জেলা প্রশাসকের কার্যালয়ে না এসে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে নকল সংগ্রহ করতে পারছেন । আবেদনকারীর স্থায়ী ঠিকানায় সরাসরি নকল পৌছে দেয়ার ব্যাবস্থাও গ্রহন করা হয়েছে । কিশোরগঞ্জ উপজেলার ন্যায় নীলফামারী জেলার অন্য সকল উপজেলায় এই কার্যক্রম শুরূকরা হচ্ছে । নাগরিক সেবায় গৃহীত এমন উদ্যোগ সফল করার জন্য সকল উদ্যোক্তার সহযোগিতা কামনা করছি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস