আজ ২৮ নভেম্বর ২০২২ তারিখে জেলা প্রশাসন, নীলফামারী কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে "নীলফামারী জেলার উন্নয়ন ভাবনা" বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম মহোদয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে আয়োজিত এ উন্মুক্ত মতবিনিময় সভায় নীলফামারী জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হয়। এরপর সম্মানিত প্রধান অতিথি উল্লেখিত বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি ছাড়াও আরও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল উপজেলার ইউএনও ও এসিল্যান্ডগণ, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীবৃন্দ, সুশীল ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস