আজ ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় নীলফামারীতেও জেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এ কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ তাদের নির্ধারিত এলাকায় নির্বাচন তত্ত্বাবধান করেন এবং
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচন শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তার সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস