শিরোনাম
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ * প্রতিপাদ্য: “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”
বিস্তারিত
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩
প্রতিপাদ্য: “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”
- তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জনগণ তথ্য লাভের অধিকার রাখেন।
- তথ্য পেতে নির্দিষ্ট ফরমে লিখিতভাবে আবেদনকারী সরাসরি উপস্থিত হয়ে অথবা ইমেইল/ফ্যাক্স/ডাকযোগে তথ্যের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন করা যাবে।
- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন প্রাপ্তির পরপরই অথবা সর্বোচ্চ ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন।
- তথ্যের জন্য আবেদন করে তথ্য না পেলে অথবা সরবরাহকৃত তথ্যে সংক্ষুব্ধ হলে আপীল কর্তৃপক্ষের নিকট আপীল আবেদন দাখিল করা যাবে।
- তথ্যের জন্য আপীল আবেদন করেও তথ্য না পেলে অথবা সরবরাহকৃত তথ্যে সংক্ষুব্ধ হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে তথ্য কমিশনে অভিযোগ দাখিল করার বিধান রয়েছে।
তথ্য কমিশন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শুনানী করে আপনাকে তথ্য প্রাপ্তিতে সহায়তা করবে।