Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এস এ শাখা, নীলফামারী
বিস্তারিত

জেলা প্রশাসকের  কার্যালয়,৩য় তলা, নীলফামারী
ফোনঃ 02589955318
ইমেইল: rdcnilphamari@mopa.gov.bd


নাগরিক সেবা

ক্রঃ নঃ

সেবার নাম/ধরণ

সেবা প্রদানেরপদ্ধিতি

মন্তব্য/সময়সীমা

০১.

কৃষি খাস জমি বন্দোবস্ত প্রস্তাব অনুমোদন।

কৃষি খাস জমির ব্যবস্থাপনা ও বন্দোবস্তনীতিমালা, ১৯৯৫ মোতাবেক উপজেলা কমিটি কতৃর্ক নিবার্চিত ভূমিহীনদের অনুকূলেবন্দোবসত নথি সুজনক্রমে এ অফিসে প্রেরণ কর হয়।প্রাপ্ত নথি/নথিসমূহ পরবর্তীমাসিক কৃষি খাস জমির বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপিতহয়। সৃজিত নথিতে কোনক্রটি না থাকলে জেলা ষ্টাস্কফোর্স কমিটির সভায় অনুমোদিত হয়।

জেলা ষ্টাস্কফোর্স কমিটির সভায় অনুমোদনের পরপরবর্তী ০৭ কার্য় দিবসের মধ্যে সংশ্লিষ্ট উপজেল পরবর্তী কায়র্ক্রমের জন্যনথি ফেরত দেয়া হয়।

 

০২.

অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রস্তাব অনুমোদন

অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তনীতিমালা, ১৯৯৫ মোতাবেক অকৃষি কাষ জমিশিক্ষা প্রতিষ্ঠান/ধমীর্য়প্রতিষ্ঠান/সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অনুকূলে এবংকোন কোন ক্ষেত্রেব্যক্তি/শিল্প কারখানার অনুকুলেও মন্ত্রনালয়ের চূড়ান্তঅনুমোদনক্রমেবন্দোবস্ত প্রদানের বিধান রাখা হয়েছে।ঐ সকল বন্দোবস্ত নথি উপজেলানিবার্হীঅফিসার হতে পওয়ার পর নীতিমালা মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)যুক্তিসংগত সময়ে সরেজমিনে পরিদশর্ন করেন। বন্দোব্স্ত প্রদানে সরকারেরকোনস্বার্থের হানি না হলে নথি চুড়ান্ত অনুমোদনের নিমিত্ত মন্ত্রণালয়েপ্রেরণ করাহয়।

নীতিমালায় এ সংক্রান্ত কোন সময় নির্ধারণ করাহয়নি। কোন ক্রুটি কিংবা কাহারো কোনআপত্তি না থাকলে দ্রততার সাথেমন্ত্রণালয় নথি প্রেরণ কর হয়। ন্ত্রণালয় কতৃকঅনুমোদিত হলে অত্রাফিসে কেসনথি গৃহীত হবার পরবর্তী ০৭ (সাত) কার্য় দিবসের মধ্যেপ্রয়োজনীয় কাযর্ক্রমেরজন্য নথি সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিনে প্রেরণ করাহয়।

০৩.

বাজার ভিটি একসনা লিজ।

বাজার ভিটি একসনা লিজ নথি সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে সৃজীত হয়। প্রকৃতব্যবসায়ীর অনুকুলে ০.০০৫০(অধা শতক) একর ভূমি একসনা ভিত্তিতে লিজ প্রদানের বিধানরয়েছে। সহকারীকমিশনার (ভূমি) / উপজেলা নিবর্হী অফিসার নিশ্চিত হয়ে অনুমোদিতরেপিফেরিবাজার ভিটি লিজ প্রস্তাব এ অফিসে প্রেরণ করেন।

এতদসংক্রান্ত বিষয়ে সরকারি কোন সময়নির্ধারিত করা নেই। কোন অভিযোগ কিংবা নথিতেকোন ক্রটি না থাকলে ০৭ (সাত)দিনের মধ্যে নথি অনুমোদনক্রমে সংশ্লিষ্ট উপজেলা ভূমিঅফিসে ফেরত দেওয়া হয়।

০৪.

সায়রাত মহাল জলমাহাল বালুমহাল ইজারা

২০ একরের উর্ধ্বের জলমহাল, ট্রানজিটমহাল ওযে-কোন আকারের বালু মহাল এ কাযার্লয়হতে ইজারা প্রদারেন কাযর্ক্রম গৃহিত হয়।দরপত্র প্রাপ্তির পর বালুমহাল সংক্রান্তজেলা আন্তঃ সংস্থা কমিটিতে পেশ করাহয়।এ কমিটি কতৃর্ক অনুমোদিত হলে ভূমিমন্ত্রাণালয়ে প্রেরণ করা হয়। জলমহালইজারা সংক্রান্ত বিষয়ে বিগত বৎসরেরইজারামূল্যের কম পক্ষে ১০% অধিক হারেবিবেচ্য বৎসরের ইজারা মূল্য নির্ধারণ হয়েথাকে।

যথাযথ কতৃর্পক্ষের অনুমোদনের পর নথিপত্রফেরত পাবার পরবতী ৭ কায দিবসের মধ্যেইজারামূল্যে পরিশোধ সাপেক্ষেচুক্তিপত্র সম্পাদন করে ইজারাদারকে দখল বুঝিয়ে দেয়াহয়।

০৫.

উচ্ছেদ মামলাঃ (সরকারি ভূমি উদ্ধার)

সরকারি ভূমি অবৈধ দখল উদ্ধারের লক্ষে সহকারীকমিশনার (ভূমি) হতে প্রস্তব/নথিপাওয়া গেলে ৩ কায দিবসের মধ্যে নথি পেশ করাহয়।সরকারি প্রছলিত নিয়মানুযায়ী ৭-৩০দিরেন সময় দিয়ে অবৈধদখলকারকে নোটিশপ্রদান করা হয়। অতঃপর অবৈধ দখলকার/স্থাপনাউচ্ছেদ/ অপসারাণের নিমিত্তঅইনানুযায়ী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়।

পুলিশ ফোস প্রাপ্যতা ও সুবিধাজনক সময়ে।

০৬.

বিভিন্নপ্রকার আপিল /আপত্তি

সহকারী কমিশনার (ভূমি) কতৃর্ক গ্রহীতকাযর্ক্রমের বিরুদ্ধে কোন আপিল / আপত্তিআবেদন পাওয়া গেলে ‍অতিরিক্ত জেলাপ্রশাসক (রাং) মহোদয়ের আদালতে পক্ষদ্বয়েরশুনানীঅন্তে এবং তাদের দাবিরঅনুকুলে প্রয়োজনীয় কাজগ-পত্রাদি পযার্লোচনারায়প্রদান করা হয়

পক্ষদ্বয়ের উপস্থিতি এবং দাবির অনুকুলেপ্রয়োজনী দাখিলকৃত দলিল দস্তাবেজপযর্লোচনায় ও শুনানীয় ৭ কায দিবসের মধ্যেসিদ্ধান্ত প্রদান করা হয়।

০৭.

এস.এ শাখার অধীনে কর্মরত কর্মকর্ত/কমর্চারিদের বিভিন্ন রকাম রসকারি প্রাপ্যসুবিধাদি

এস.এ শাখার অধীনে কর্মরত কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কমর্কর্তা, সাভের্য়ার, জারীকারক ও এম.এল.এস.এসগণের টাইমস্কেল,দক্ষতাসীমা, পেনশন সহ সকলপ্রশাসনিক কাযর্দি সরকারি নিয়মনীতি অনুসরণে এ শাখা হতে সম্পাদিত হয়। উপজেলা ভূমিঅফিস হতে এ সংক্রান্তপত্র পাবার পর পর ৩ কায দিবসের মধ্যে উধ্বর্তন কতৃর্পক্ষেরনিকট পেশ করা হয়।

এ সংক্রন্তে কোন নির্ধরিত সময় নেই। তবেসরকারি বিধিবিধান অনুসরণে তা করা হচ্ছে।জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদনের পরপরবর্তী ৩ কায দিবসের মধ্যে আদেশ/মঞ্জুরী পত্রকরা হয়।

০৮.

নথি/রেকর্ড সংরক্ষণ

সরারি খাস ভূমি স্থয়ী/অস্থায়ী সন্দোবস্তসংক্রান্ত সকল প্রকার নথি এবং নামজারিজমাখারিজ সংক্রান্ত নথি উপজেলা ভূমিঅফিসে সরক্ষণ করা হয়।

এ সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে জেনে নেয়াযাবে।

০৯.

তথ্য ও পরামর্শ্য অভিযোগ

রাজস্ব বিষয়ক অথবা ভূমি সংক্রান্ত যে-কোনধরনের তথ্য, পরামর্শ,অভিযোগ,সমস্যাসরাসরি আরডিসি কিংবা শাখার প্রধানসহকারীর সাঙ্গে আলোচনা করে জেনে নেয়াযাবে।

তাৎক্ষণিক।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

ভূমি উন্নয়ন কর/সার্টিফিকেট/নামজারী/মিস মোকদ্দমাসহ ভূমি রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিবরণী প্রস্তুত ও প্রেরণ সংক্রান্ত।

       দেবোত্তর/পীরোত্তর/ওয়াকফ এস্টেট সম্পর্কিত যাবতীয় কার্যাবলী।

পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন।

পরিত্যক্ত বাসা-বাড়ীর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

সায়রাত মহালের যাবতীয় ব্যবস্থাপনা ও রেকর্ডপত্র সংরক্ষণ।

হাট-বাজার/জলমহাল/বালুমহাল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

বিবিধ মহাল সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

সায়রাত মহাল সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ন প্রেরণ।

আন্তর্জাতিক সীমানা পিলার,আর এস জরিপ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী

      জরিপ সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগ এর ব্যবস্থাপনা।

      সকল উপজেলার কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবসত্ম সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

     কৃষি অকৃষি খাস জমির মাসিক প্রতিবেদন ও মাসিক সভা সংক্রান্ত      কার্যাবলী।

     সরকারী খাস সম্পত্তি সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগর ব্যবস্থাপনা

      আবাসন/আশ্রয়ণ/আদর্শগ্রাম (গুচ্ছ গ্রাম) প্রকল্প সংক্রান্ত কার্যাবলী।

      আবাসন/আশ্রয়ণ/আদর্শগ্রাম মাসিক সভা সংক্রান্ত কার্যাবলী।

অর্পিত সম্পত্তি সংক্রান্ত প্রাপ্ত পত্রের আলোকে কার্যক্রম গ্রহণ, বাজেট বরাদ্দ ও বিল সংক্রান্ত কার্যক্রম।

অর্পিত সম্পত্তি ইজারা ব্যবস্থাপনা, পুকুর ইজারা ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

পরিত্যক্ত সম্পত্তি আবাসিক বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

      অর্পিত সম্পত্তি সংক্রান্ত আবেদন/অভিযোগের ব্যবস্থাপনা। 

      অর্পিত জমি সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ণ।

      অর্পিত সম্পত্তির বিষয়ে জেলা জজ আদালতে/হাইকোর্ট বিভাগে/কমিশনার আদালতে/ভূমি আপীল বোর্ডে দায়েরকৃত    মামলা ব্যবস্থাপনা ও তদারকি।

      অর্পিত সম্পত্তির সকল প্রকার গেজেট/সার্কুলার/রেকর্ডপত্র সংরক্ষণ। 

অর্পিত সম্পত্তি সেলের গঠিত অবমুক্ত বিষয়ে জেলা কমিটির সকল প্রকার কার্যক্রম গ্রহণ/পেশকারী দায়িত্ব পালন যথা সভা, শুনানীসহ রেজুলেশন প্রস্ত্ততকরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। 

অর্পিত সম্পত্তির সভার বাসত্মবায়ন সংক্রান্ত কার্যক্রম।

অর্পিত সম্পত্তি অবমুক্ত বিষয়ে ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আরজি, সমন, নোটিশ, নথি ইত্যাদি কার্যক্রম গ্রহণ।

ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আপত্তি/জবাব দাখিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহ আদালতে মামলা তদারকি।

উপজেলা অবমুক্ত সংক্রান্ত জেলা কমিটির আবেদন গ্রহণ এবং রেজিস্টার লিপিবদ্ধ করণসহ এ সংক্রান্ত কার্যক্রম। উপজেলার আবেদন, নথির সার্টিফাইড/ জাবেদা নকল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।


যোগাযোগ

জেলা প্রশাসকের  কার্যালয়,৩য় তলা, নীলফামারী ফোনঃ 02589955318 ইমেইল: rdcnilphamari@mopa.gov.bd


অন্যান্য

0


ছবি
www.nilphamari.gov.bd/dcoffice_section/7c310246_1902_11e7_9461_286ed488c766/SA sec..jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা