রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে প্রায় ১৮২১-বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে অবস্থিত। এ জেলার ভৌগলিক অবস্থান ২৫০ ৪৪/ হতে ২৬০ ১৯/ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮০ ৪৬/ হতে ৮৯০ ১২/ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। এ জেলার পূর্বে রংপুর ও লালমনির হাট, দক্ষিনে রংপুর ও দিনাজপুর,পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা ।