নীলফামারী জেলা ব্র্যান্ডিং লোগোটির মর্মার্থ হলো- লোগোর কেন্দ্রস্থলে রয়েছে নীলফামারী জেলার মানচিত্র। চারপাশে বিচ্ছুরণ জেলার উন্নয়নের দীপ্তির প্রকাশ। মূলকেন্দ্রের বাইরে চক্রাকার অংশটি চাকার প্রতীকযা এ অঞ্চলের শিল্পের বিকাশের প্রতিফলন। কেন্দ্রে সবুজ রং এ অঞ্চরের উর্বর ভূমির প্রতীক।
নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় যেসব শিল্প উদ্যোগ, জনহিতকরণ উদ্যোগ রয়েছে, যেসব উদ্যোগের মাধ্যমে মানুষ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে, হয়ে উঠছে স্বাবলম্বী, হয়ে উঠেছে সচেতন একেকজন নাগরিক, নিজ জীবন এবং সেই সাথে জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক দীপ্তিমান ভবিষ্যতের দিকে-সেইসব উদ্যোগকেই রূপায়িত করা হয়েছে ‘উত্তরের শিল্পনগরী, দীপ্তিমান নীলফামালী’ লোগোটিকে।